Thursday 27 September, 2012

USB ডিস্ক সিকিউরিটি আপনার কম্পিউটার এর জন্য


আমরা অনেক সময় আমাদের কম্পিউটারে পেনড্রাইভ বা কার্ডরীডার বা অন্য কোন ধরনের USB জ্যাক ঢুকাই, অবশ্যই আমাদের কাজের জন্য। তবে ওই USB ডিস্কটা ভাইরাস Affected থাকলে তা আমাদের কম্পিউটারে চলে আসে এবং আমাদের কম্পিউটারের ক্ষতি সাধন করে। এর হাত থেকে মুক্তি পাবার ২ টি উপায় আছে।

Type Master ফুলভার্সন ফ্রী !!!


টাইপমাস্টার সফটওয়্যারকে অনেকেই চেনেন, যারা চেনেন তারা জানেন এর উপকারিতা কি। যারা জানেন না তাদের বলছি এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার টাইপিং স্পীড খুব সহজেই অনেকটা বাড়িয়ে নিতে পারবেন। এই সফটওয়্যার টা ব্যাবহার করা খুব ই সোজা, আপনি একবার ব্যাবহার করলেই বুঝতে পারবেন।

Microsoft Office 2007 ডাউনলোড করুন মাত্র ৩ এম.বি.!!!


কম্পিউটার ইউস করেছে, অথচ Microsoft office এর নাম শোনেনি এরকম লোক হয়ত পাওয়া যাবে না। আমরা সবাই সাধারনত Microsoft office অথবা Xp Microsoft office2003 ব্যবহার করি। এবার Microsoft office 2007 ব্যবহার করে দেখুন অনেক ভাল লাগবে, মাত্র ৩ এম.বি. র মধ্যে সফটওয়্যার টা হাইলি কমপ্রেস করে রাখা হয়েছে।

Windows 7 ফুল ডাউনলোড, মাত্র ১০ এম.বি. !!!


কম্পিউটার এর দুনিয়ায় উইন্ডোজ ৭ কে সবাই চেনে। উইন্ডোজ ৭ খুবই আধুনিক অপারেটিং সিস্টেম। এটির বাজারদর অনেক হাই, আর নেট এ ফুলভার্শন পাওয়া যায় না। যদিবা কেউ আপনাকে ফুলভার্শন শেয়ারও করে সাড়ে ৩ জি.বি. সফটওয়্যার ডাউনলোড করতে করতে  আপনার অবস্থা খারাপ হয়ে যাবে (কারন অবশ্যই আমাদের দেশের ইন্টারনেট স্পীড) তাই আমি আজ আপনাদের জন্য উইন্ডোজ ৭ এর রিটেল ভার্শন হাইলি কমপ্রেস করে নিয়ে এসেছি মাত্র ১০ এম.বি. রার ফাইলের মধ্যে দিয়ে! অবিশ্বাস্য হলেও সত্যি।

ডাউনলোড করে নিন Photoshop Cs5 Portable ইন্সটল করার ঝামেলা নাই। মাত্র ৬৪ মেগাবাইট।


আমরা জানি তথ্যপ্রযুক্তি এগিয়ে যাচ্ছে। ধরা দিচ্ছে প্রযুক্তির নাগালের অবস্থানরত মানুষের হাতে। প্রযুক্তি নির্ভর মানুষগুলোর কারণেই তথ্যপ্রযুক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ক্রমবর্ধমান জনসংখার সাথে সাথে বাড়ছে প্রযুক্তি তৈরি হচ্ছে নতুন নতুন পরিকল্পনা । কাজের কথায় আসি, অ্যাডোবি ফটোশপ (Adobe Photoshop) একটি গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যার।

অসাধারন কিছু ডেক্সটপ ব্যাকগ্রউন্ড

ছবি গুলোর পুরো প্রিভিউ দেখতে চাইলে, যেকোনো ছবির উপর রাইট ক্লিক করে Open in a new Tab করুন।  ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করতে পারেন, সেক্ষেত্রে আগে ছবিটা ফুল প্রিভিউ করে নিন এরপর ছবিতে রাইট ক্লিক করে Save Image as..... এ ক্লিক করে ডাউনলোড করতে পারেন।                            


Wednesday 26 September, 2012

কম্পিউটার স্লো হয়ে গেছে? Fast করে নিন এখনি


সাধারণত নতুন কম্পিউটার কিছুদিন চালানোর পর আগের মত স্পীড থাকে না। বিভিন্ন অপ্রয়োজনীয় ফাইল, ভাইরাস, টেম্প ফাইল, ইত্যাদির কারণে স্পীড কমে যায়। আমি আপনাদের ছোট্ট একটি সফটওয়্যার উপহার দেব যার কাজ হচ্ছে আপনার স্লো কম্পিউটারের স্পীড বাড়িয়ে দেয়া। সফটওয়্যারটির  নাম Speed Up My Pc . সফটওয়্যারটির বর্তমান মূল্য  29.95 ডলার কিন্ত আমি আপনাদের জন্য  এই সফটওয়্যারটি ফ্রীতে দিচ্ছি।

ল্যাপটপ এর সাউন্ড বৃদ্ধি করুন


অনেকের ল্যাপটপে সাউন্ড সমস্যায় ভোগেন, তাদের ল্যাপটপের সাউন্ড খুব কম। একটা মিডিয়া প্লেয়ার ব্যবহার করে ল্যাপটপ এর সাউন্ড বৃদ্ধি করা যায় । এই মিডিয়া প্লেয়ার দিয়ে আপনি আপনার ল্যাপটপ এর সাউন্ড ১০০০% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন ।

ডাউনলোড করুন Xilisoft Video Converter Ultimate


এটি খুব চমৎকার একটি ভিডিও কনভার্টার। প্রচুর ফিচার সম্পন্ন কনভার্টার আশা করি আপনাদের ভাল লাগবে। সফটওয়্যার টি এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। আশা করি ভাল লাগবে।    
কিভাবে ব্যাবহার করবেন একটু  বলে দিই, ইন্সটল হবার পরে এটি থাকবে ট্রায়াল ভার্সন। ফুল ভার্সন করার জন্য আপনাকে কি-জেন কিনতে হবে। অনেক দাম! তাহলে উপায়? চিন্তা নেই নিচে ৬ টা কি-জেন দেওয়া হল যেকোনো একটা কপি করে ওখানে পেস্ট করে দিন।

Monday 24 September, 2012

মাথাহীন লাশ


রাত হলেই শ্যামপুর গ্রামে সুনসান নিরবতা নেমে আসে- এই নীরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঁঝিঁ পোকার ডাক। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম।সুনসান নিরবতার এই গ্রামে আজ ও রাত নেমে এসেছে। কিন্তু প্রতিদিনের মত চুপচাপ নেই কেউ। খেয়ে ঘুমিয়ে পড়ত যে কৃষক সে ও এসে ভিড় করেছে কালনীর শাখা নদী সুলিনার তীরে। ব্যাপার কিছুই না- সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ।

অভিশপ্ত ঘড়ি



কেরোসিন স্টোভ জ্বেলে ভাত আর আলু একসঙ্গে সেদ্ধ করতে দিল ধনু। হঠাৎ করে মাছ খেতে ইচ্ছে করলো আমার। আবদার পাড়লাম, খালি ভাত আর আলু সেদ্ধ খাওয়াবি? মাছ খাইতে মন চায়, তোদের এই নদীতে মাছ নেই?
ধনু চোখ টেরা করে তাকালো, তারপর হেসে ফেললো, তোর দেখি খায়েশ কম না। এই রাতে মাছ ধরবো কেমনে?

Friday 21 September, 2012

হাই জনি


এক লোকের বউ তার জন্মদিনের উপহার হিসেবে হঠাৎ লোকটিকে নিয়ে রাতের বেলা স্ট্রিপ ক্লাবে গেল ড্রিংকস করতে। ঢুকতেই দারোয়ান বল্ল - "হাই জনি, কেমন আছো?" লোকটির বউ বল্ল - "এই লোকটি তোমার নাম জানলো কি ভাবে? তুমি কি এখানে প্রায়ই আসো নাকি?" লোকটি বল্ল - আরে ধুর, কি যে বলো না! স্ট্রীপক্লাবে জীবনের এই প্রথম আসলাম। আর লোকটি আমাদের পাড়ার ফুটবল টিমে আগে খেলত। আমার নামটা এখনও ভুলেনি! তুমি অযথাই আমাকে সন্দেহ করো!"

অঙ্ক স্যার


শিক্ষক তার ছাত্রীকে অংক শেখাচ্ছে।
মনে কর তোমার কাছে ৫ টা গোলাপ আছে, আমি তোমাকে আরো ৫ টা দিলাম। তাহলে তোমার কাছে মোট গোলাপ থাকবে ১০ টি, এটা হল যোগ ।
- বুঝেছ? অনেক মজা না?
- হ্যা স্যার।

ওজন মাপা


 শীতকাল । এক সুন্দরী তরুনী ওজন মাপার মেশিনে নিজের ওজন মাপছে । পেছন থেকে এক বৃদ্ধ বসে বসে তা দেখছিল । মেশিনে একটা কয়েন ফেলে প্রথমে মেয়েটা ওজন মেপে দেখল ৪৮ কেজি। এরপর গা থেকে ভারী জ্যাকেটটা খুলে ফেলে আবার কয়েন ঢুকালো। ওজন মাপলো, আরো কিছুটা কমলো । এরপর ফুলহাতা সোয়েটার খুলে ফেলে আবার কয়েন ফেললো । ওজন নিল, আবার কিছুটা কমলো ।

Tuesday 18 September, 2012

ভাল কুয়ালিটি মুভি বা ফিল্ম ডাউনলোড


আমরা যারা ইন্টারনেট থেকে মুভি বা ফিল্ম ডাউনলোড করে দেখি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখি ভিডিও কুয়ালিটি অতটা ভাল হয় না। আর যারা টরেন্ট থেকে মুভি নামিয়ে দেখি তারা জানি ভাল কুয়ালিটি মুভি নামাতে কত দিন সময় লাগে।
আর তাছাড়া হয়ত আমরা যেটা খুঁজছি সেটা পাওয়া যায় না। বেশির ভাগ ক্ষেত্রেই আমরা নতুন মুভি বা আনকমন ধরনের খুঁজি সঙ্গে ভাল ভিডিও কুয়ালিটি। কিন্তু তা আমরা পাই না। হয়ত অনেক কস্ট করে খুজে যাও বা মুভি ডাউনলোড করলাম, দেখলাম ভিডিও কুয়ালিটি ভাল নয়। তখন মুভি দেখার ইচ্ছেটাই চলে যায়। তবে আর চিন্তা নেই

রাতের অ্যাম্বুলেন্স


আজ কাজে আসতে কামালের একটু দেরী হয়ে যায় ।এখন বাজে সকাল প্রায় ৯ টা ৪৫ মিনিট। হাজিরা খাতায় সই করতে করতে কামাল একবার আশে পাশে চোখ বুলায় তারপর ঝট করে হাজিরের ঘরে লিখে ফেলে ৯টা ৩০ মিনটি। তার পর পাশের টেবিলে বসা এক বুড়োকে লক্ষ্য করে বলে- বুঝলেন কলিম চাচা বউডার শরীর বেশি ভালা না। আট মাস চলতাছে, অনেক চিন্তায় আছি.।বাসায় কেউ নাই যে দেখভাল করবো . কি যে করি? একটু থেমে আবার বলে -আমারই সব করতে হয়। তার উপর টাকা পয়সার সম্যায় আছি।

প্রান বাঁচানো


এক সুন্দরী তরুণী পঞ্চাশ তলা উঁচু এক ভবনের ছাদে হাঁটাহাঁটি করতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গেল।
পড়তে পড়তে দশ তলা পার হয়ে সে যখন ঠিক চল্লিশ তলা পর্যন্ত আসল তখন এক বৃটিশ ভদ্রলোক বারান্দা থেকে হাত বাড়িয়ে তাকে ধরে ফেলল। এভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ায় মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই বাংলা সিনেমার ডায়লগের মতো গড় গড় করে বলল
: আপনি আমার জীবন বাঁচিয়েছেন; কাজেই আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার ঋণ শোধ করার জন্য আপনি যা চাইবেন আমি তাই দিব। বলুন আপনি কি চান?

Monday 17 September, 2012

গর্ভবতী শুয়োর


এক কৃষক ভেটের কাছে গিয়ে বললো ” কিভাবে বুঝবো যে আমার শূকরগুলো গর্ভবতী কি নয়?” ভেট বললো “সকালে ঘুম থেকে উঠে যদি দেখ তারা চারপায়ের উপর বসে আছে তাহলে তারা গর্ভবতী, আর যদি দেখ দুই পায়ের উপর বসা তাহলে গর্ভবতী নয়।” খুশীমনে বাড়ী গিয়ে কৃষক তার সবগুলো শূকর ট্রাকে তুলে পার্শ্ববর্তী এক জঙ্গলে নিয়ে গেল, এবং সেখানে সবগুলোর সাথে একবার করে মিলিত হলো।

টাওয়াল নাড়ানো


গাইনোকলজিস্টের কাছে এক লোক এই সমস্যা নিয়ে গেল যে, তার স্ত্রী তার সাথে মিলিত হয়ে আর ওর্গাজমে পৌছাতে পারছে না। ডাক্তার বললো, “ওয়েল এটা হয়ে থাকে দীর্ঘ দাম্পত্যজীবনে যখন লাভলাইফ কালার হারায়। আমি তোমাদের পরামর্শ দিচ্ছি তোমরা এমন কিছু কর যা একটু ব্যতিক্রমধর্মী যা তোমাদের লাভলাইফের হারানো কালার ফিরিয়ে আনবে, যেমন তোমরা একটা পুরুষ এস্কোর্ট ভাড়া করনা কেন যে তোমাদের ঘনিষ্ঠ মুহুর্তে তোমার স্ত্রীর শরীরে একটা টাওয়েল নাড়তে থাকবে,

প্রায়শ্চিত্ত


চারজন নান মারা গেলেন এবং স্বর্গে গেলেন। স্বর্গের দরজায় সেন্ট পিটার তাদের অভ্যর্থনা জানিয়ে বললেন ” যেহেতু তোমরা এখানে এসেছ এর মানে পৃ্থিবীতে তোমরা ভাল কাজই করেছ। তারপরও তোমাদের ছোট খাট দুই-একটা পাপ এই দরজায়েই মোচন করে তারপরেই তোমরা স্বর্গে ঢুকবে। লাইন ধরে দাড়াও এবং বল তোমাদের পাপ কি কি ছিল?” প্রথম নানঃ “একবার আমি একটি পুরুষাঙ্গ দেখেছিলাম।”

ফকল্যান্ড আইল্যান্ড


ফকল্যান্ড যুদ্ধ ফেরত তিন সৈনিক কে তাদের বীরত্বের জন্য পুরষ্কৃত করা হচ্ছে। অফিসার এসে বললো তোমাদের শরীরের যে কোন দুটি অংশ তোমরা বেছে নিতে পার, সেই দুই অংশের মধ্যকার দুরত্ব যত ইঞ্চি হবে তোমাদের তত গুনন ১০০০ পাউন্ড দিতে হার ম্যাজেস্টি মহারাণী রাজি হয়েছেন। প্রথম সৈন্যঃ আমি প্যারাট্রুপার, সো আমি বেছে নিচ্ছি আমার পা থেকে মাথা পর্যন্ত। তার পা থেকে মাথা পর্যন্ত মেপে দেখলো অফিসার ৭৭ ইঞ্চি, সে পেয়ে গেল ৭৭ গ্র্যান্ড। এরপর দ্বিতীয় সৈন্যঃ

Sunday 16 September, 2012

দৃষ্টি



বরকত সাহেব মাঝে মাঝে বসে চিন্তা করেন, যদি সবকিছু তার কল্পনার জগত এর মতো হোতো , কত ই না ভাল হোতো । বাস্তব আর ভাবনার জগত এর মধ্যে কি বিস্তর ফারাক। ইশ...... তার কল্পনার জগত এ সেই রাজা। আর তার বড় শত্রু তার স্ত্রী। বাস্তব ও মোটামুটি এক ই রকম, শুধু উনি এখানে একজন হতভাগ্য আদমি। তার রাজ্যের সব কলকাঠি তার স্ত্রীর হাতে। বাস্তব রাজ্যে তাকে প্রায়ই তার স্ত্রীর ঝাটা পেটার সম্মুক্ষিন হতে হয়। শুধু ভাগ্যের বেপার তার স্ত্রী ঝাঁটা পেটা করার সময় দরজা বন্ধ রাখেন। তা না হলে ...।।বরকত সাহেব আর মানব সমাজ এ মুখ দেখাতে

Saturday 15 September, 2012

বোকা মেয়ের গল্প


আজ শুনাবো এক বোকা মেয়ের গল্প।আসলে গল্প বললে ভুল হবে।তার মনের কথা জানাবো আজ। যদিও তার মনের কথা জানতে ভীষণ বেগ পেতে হয়েছে।কারন একটাই, চিরাচরিত স্বভাব; বুক ফাটে তো মুখ ফোটে না। মেয়েটি খুব একটা হাসতে জানে না কিন্তু কাঁদতে বেশ ভালমতই জানে।কেউ একটু খোঁচা দিয়ে কথা বললো আর অমনি চোখের ট্যাঁপ চালু।পানি ঝরছে তো ঝরছেই।যদিও কেউ জানে না হাসতে ভীষণ ভালোবাসে মেয়েটি।জানবেই বা কেমন করে।কেউ কখনো জিজ্ঞেস করেছে নাকি। বোকা মেয়েটি গাইতেও ভালোবাসে।

অপূর্ণতাই পূর্ণতা


অংকন আর লগ্ন খুব কাছের কেউ না হলেও একি ক্লাসের। আর সেই থেকেই পরিচয়। অল্পস্বল্প কথার মাঝে দেখতে দেখতেই ওদের SSC পরীক্ষা শেষে রেজাল্ট দিয়ে দেয়। একি স্কুল শেষে দুজনের দেখা আবার একি কলেজে। অল্প কিছুদিনের মাঝেই খুব কাছের বন্ধু হয়ে যায় ওরা। প্রতিদিন দেখা হবে তবু রাতে লম্বা সময় কথা না বললেই যেন নয়! সামনেই ঈদের ছুটি, কিন্তু ল্গনের মাঝে এনিয়ে কোন চিন্তাই নেই, সে বান্ধবীদের সাথে আড্ডা নিয়ে ভিষন ব্য়স্ত। অংকন নিজেই নিজেকে বলে, "কত দিন দেখা হবে না তার ঠিক নেই,আর মেম সাহেবার খবর নেই। একবার সামনে পেয়ে নেই ওর চুল যদি আমি না ছিড়সি!"

সেই একই কাহিনী



এনাফ ইজ এনাফ.. এই ছেলেটা এমন কেন? এতো ভাব নেয় কেন সে?
চুল আঁচড়াতে আঁচড়াতে তিরিক্ষি মেজাজে বলে উঠে নিধি। ওর রুমমেট কেয়া, নিজের বিছানায় আধশোয়া হয়ে ফেসবুকিংএ ব্যস্ত। কিছুটা অন্যমনস্ক..

কেয়া - কি হল? কার কথা বলিস?
নিধি- কে আর! শায়ান..
কেয়া- ও শায়ান? আমাদের কবি সাহেব?
নি - কবি না ছাই।উল্টাপাল্টা কাকের ঠ্যাং বকের ঠ্যাং কিছু একটা লিখলেই সেটা কবিতা হয়ে যায়? আর গল্প! গল্প মাশাল্লাহ সে যেগুলা লেখে, পড়ে মানুষের বদহজম হয়ে যাবে.. এতো হাই থট কপচানোর কি দরকার তার? আরে ব্যাটা সহজ সরল প্রেমের গল্প লিখ.. পাবলিক খাবে, বেশি বেশি লাইক পড়বে, তারপর ডবল ভাব নিয়ে ঘুরে বেড়াবি তুই ..
কে - দাঁড়া দাঁড়া তোর এফবি এক্টিভিটি তো নাই বললেই চলে, চুপিচুপি ঢুকে ওর গল্প পড়িস নাকি!

কাগজের ফুল



আর মাত্র দুই ঘন্টা বাকি।প্রতি বছর এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে নৈরিতা।হ্যা,আজ একজনের জন্মদিন।ওর নিজের না,আজ অনিকের জন্মদিন।গত দুই বছর ধরে ও সবকিছু থেকে পালিয়ে বেড়াতে চায়,কিন্তু শুধু এই একটা দিন ব্যতিক্রম,এই দিনটার জন্য বছরের ৩৬৪টা দিন ধরে অপেক্ষায় থাকে ও। আজও যেমন এই ভিনদেশে,ওর রুমের সাথে লাগোয়া ছোট বারান্দাটায় বসে আছে। যথারীতি ঘর অন্ধকার।পাশের ঘরে অবশ্য আলো জ্বলছে।ওই আলোতেই একটা আলো আধারী পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশের রুমে মার্গারেট ওর বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছে।সেও জানে আজ নৈরিতার কান্না রাত।

একটি সাধারণ প্রেমের গল্প


খাবার সামনে নিয়ে খুব অস্বস্তিতে বসে আছে ইরফান। ঈদের পরদিন বলে স্বাভাবিকভাবেই মেনুতে মিষ্টিজাতীয় খাবারের আধিক্য বেশি। সেমাই, জর্দা আর বেশ কয়েকপদের পিঠা। তবে ইরফানের অস্বস্তির কারণ খাবার না, মিষ্টি খেতে বরং ওর ভালোই লাগে…কিন্তু একটু পরে নীলাকে নিয়ে বাইরে ঘুরতে বের হতে হবে বলেই কেমন জানি লাগছে…
নীলা ওর বন্ধু আকরামের ছোট বোন।