Monday 17 September, 2012

গর্ভবতী শুয়োর


এক কৃষক ভেটের কাছে গিয়ে বললো ” কিভাবে বুঝবো যে আমার শূকরগুলো গর্ভবতী কি নয়?” ভেট বললো “সকালে ঘুম থেকে উঠে যদি দেখ তারা চারপায়ের উপর বসে আছে তাহলে তারা গর্ভবতী, আর যদি দেখ দুই পায়ের উপর বসা তাহলে গর্ভবতী নয়।” খুশীমনে বাড়ী গিয়ে কৃষক তার সবগুলো শূকর ট্রাকে তুলে পার্শ্ববর্তী এক জঙ্গলে নিয়ে গেল, এবং সেখানে সবগুলোর সাথে একবার করে মিলিত হলো।
পরদিন ক্লান্ত হয়ে ঘুম থেকে উঠে সে দেখলো শূকরগুলো দুই পায়েই বসা, অর্থাৎ তারা গর্ভবতী নয়। সেদিন সে শূকরগুলোকে ট্রাকে তুলে জঙ্গলে নিয়ে তাদের প্রত্যেকের সাথে দুইবার করে মিলিত হল। পরদিন আরো ক্লান্ত হয়ে ঘুম থেকে উঠে দেখলো তাও শূকরগুলো দুই পায়ে বসা। রেগেমেগে এবার সে সবগুলো শূকরের সাথে তিনবার মিলিত হল এবং পরদিন যারপরনাই ক্লান্ত হয়ে তার স্ত্রীকে বললো “দেখতো শূকরগুলো চারপায়ে বসে আছে না দুইপায়ে বসে আছে?” স্ত্রী বললো “দুটির কোনটিই নয়, তারা সবাই ট্রাকে উঠে বসে আছে।”

No comments:

Post a Comment