Thursday 27 September, 2012

Type Master ফুলভার্সন ফ্রী !!!


টাইপমাস্টার সফটওয়্যারকে অনেকেই চেনেন, যারা চেনেন তারা জানেন এর উপকারিতা কি। যারা জানেন না তাদের বলছি এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার টাইপিং স্পীড খুব সহজেই অনেকটা বাড়িয়ে নিতে পারবেন। এই সফটওয়্যার টা ব্যাবহার করা খুব ই সোজা, আপনি একবার ব্যাবহার করলেই বুঝতে পারবেন।
যাদের কম্পিউটারে অনেক সময় কাজ করতে হয় তাদের জন্য খুব প্রয়োজনীয়, আপনি যদি অনেক্ষন কম্পিউটার ব্যাবহার নাও করেন তবুও এটা আপনার জন্য দরকারি, কারন আজকালকার দিনে সর্বত্র  চাকরি ক্ষেত্রে টাইপিংস্পীড ভাল হওয়া দরকারী। ব্যাবহার করে দেখুন ভাল না লাগলে, বা কাজের না মনে হলে আনইন্সটল করে দেবেন।
তাহলে আর দেরি না করে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
সফটওয়্যার টি মাত্র ৪ এম.বি.। এটির ফুল ভার্সন এর দাম ২৯ ডলার, তাহলে আপনারা কি ফুল ভার্সন ইউস করতে পারবেন না? চিন্তা নেই বন্ধু আমি বলে দিচ্ছি কিভাবে এটি ফুলভার্সন করবেন।
১. প্রথমে সফটওয়্যারটি ইন্সটল ইন্সটল করার পর ইন্টারনেট কানেকশন অফ করে দিন।

২. সফটওয়্যার টা চালু করে  Enter License গিয়ে নিচের তথ্যগুলো দিন

License ID: Don Moy

Product Key: 646MW-37XU-HLS-4PCNH47

 

৩. এবার ডাইরেক্টরি তে যান, মানে কম্পিউটারের C: ড্রাইভ যান গিয়ে  Program Files এ যান তার পর TypingMaster 

 ফোল্ডারে যান। এবার tmaster8.net ফাইলটিতে Right clik করে প্রোপার্টিজে গিয়ে Read Only করে দিন

   

তারপর নেট কানেকশন চালু করে দিন হয়ে গেলো আপনার টাইপিং মাস্টার ফুল ভার্সন!!! এবার খুব সহজেই আপনার টাইপিং স্পীড বাড়িয়ে নিয়ে চমকে দিন সবাইকে। আপনার জন্য শুভকামনা রইল। 

No comments:

Post a Comment