SOFTWARE REQUEST

কম্পিউটার চালাতে গেলে মিনিমাম কিছু সফটওয়্যার প্রয়োজন হয়ে থাকে যেগুলি ছাড়া আজকাল কম্পিউটার অচল। অনেকে কম্পিউটার ইউসার আছেন যারা সফটওয়্যার ডাউনলোড করতে বা ইন্সটল করতে ভয় পান, তাদের কাছে কম্পিউটার মানে শুধু ফেসবুক, গুগুল সার্চ, মেইল করা আর গান শোনা বা ভিডিও দেখা.........তাদেরকে বলছি ভাইরা এর বাইরেও বেরিয়ে দেখুন আরও অনেক কিছু করার আছে অনেক কিছু শেখার আছে। যদি ভয় লাগে, মনে হয় কম্পিউটার খারাপ হয়ে যায় তাদের বলছি মনে রাখবেন "মানুষ কম্পিউটার সৃষ্টি করেছে, কম্পিউটার মানুষকে নয়" তাই এত ভয় পাওয়ার কিছুই নেই আপনি খারাপ করলে আপনি ঠিকও করতে পারবেন তাছাড়া কম্পিউটার এত সহজে খারাপ হয় না। আর যদি কোনো সমস্যা হয়ও আমাকে ফেসবুক এ জানান, সমাধান দেওয়ার চেষ্টা করব।

 যারা সফটওয়্যার ইন্সটল করে পারেন না তাদের বলছি, সফটওয়্যার ইন্সটল করা খুবই সহজ। যেকোনো সফটওয়্যারের মেইন ফাইলটিকে ডাবলক্লিক করে Next করতে থাকুন কোথাও Terms and Conditions থাকলে তা Accept করুন, মানে I accept the Terms and Conditions লেখা বক্স এ মাউসক্লিক করে টিক দিন তারপর আবার Next করতে থাকুন। শেষ হয়ে গেলে Done করুন। ব্যাস আপনার সফটওয়্যার কাজ করবার জন্য রেডি। কিছু কিছু সফটওয়্যার ইন্সটল হবার পরে কম্পিউটার রিস্টার্ট চায়, সেই সফটওয়্যার গুলির ক্ষেত্রে আপনার কম্পিউটার রিস্টার্ট করুন।যাক নিচে কিছু সফটওয়্যার নিয়ে আলোচনা করা হল এবং ডাউনলোড লিঙ্ক দেওয়া হল, এগুলি ১০০% গ্যারেন্টেড সমস্যাহীন সফটওয়্যার। এগুলি না থাকলে আপনার কম্পিউটার আজকালকার দিনে অচল।

১. RAR File - রার ফাইল, এটির মধ্যে যেকোনো সফটওয়্যার বা ডকুমেন্ট রাখা যায়। এখনকার দিনে প্রায় সফটওয়্যার বা মুভি সবকিছুই রার ফাইলের মাধ্যমে ডাউনলোড করতে হয়। আর এরকাজ ঠিকঠাক ভাবে করতে পারলে অনেক বড় সফটওয়্যার বা ডকুমেন্ট বা মুভি কমপ্রেস করে ছোট ফাইলের মধ্যে রাখা যায়। তাছাড়া ZIP ফাইলও এই সফটওয়্যারের মাধ্যমে খোলা যায়। ব্যবহার করাও খুব সহজ। তাই আর দেরি না করে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

২. IDM - ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটি দিয়ে সবকিছু ডাউনলোড করতে পারবেন। ব্রাউসার থেকে যেগুলি ডাউনলোড করার অপশন দেয় না, সেগুলিও ডাউনলোড করতে পারবেন। উধারন হিসাবে বলা যায় ইউটিউব ভিডিও, অনলাইন ভিডিও বা অডিও ইত্যাদি। আপনি ইউটিউব বা অন্য কোনো সাইটের ভিডিও পেজ ওপেন করামাত্র ডাউনলোড অপশন দিয়ে দেবে। তাছাড়া এটি রিসিউম সাপোর্ট করে মানে যেকোনো ডাউনলোড আপনি অনেকদিন ধরেও করতে পারেন আপনার  ইচ্ছামত। এই সফটওয়্যার টি এখান থেকে ডাউনলোড করুন।


৩. ADOBE Reader - যেকোনো  PDF ফাইল বা অনলাইন ই-বুক,ম্যাগাজিন ইত্যাদি ডাউনলোড করে পড়ার জন্য আপনাকে এই সফটওয়্যারটি ডাউনলোড করতেই হবে। এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করুন।


৪. VLC media player - এই সফটওয়্যারটি ভিডিও দেখার জন্য ব্যবহার করা হয়। প্রায় সব ধরনের  ভিডিও ফরম্যাট এতে সাপোর্ট করে। এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।

কম্পিউটার এর দুনিয়ায় সফটওয়্যার এর শেষ নেই, সবসময় নিত্যনতুন সফটওয়্যার আপডেট হতে থাকে। আপনাদের যদি কোন সফটওয়্যার প্রয়োজন হয়ে থাকে, প্রথমে সফটওয়্যারটিকে আমাদের সফটওয়্যার বিভাগে খুঁজুন। সফটওয়্যার টি না পেলে মন্তব্যে জানান বা মেইল করুন jikoraj@in.com এ আশা করব খুব শীঘ্রই আপনি সেটা পেয়ে যাবেন......
মন্তব্য বা Comment করার সময় ক্ষেত্রে আপনার যদি কোন লাইভ প্রোফাইল না থাকে Comment as Anonymous এ সিলেক্ট করুন।

2 comments:

  1. valo qualitir antivirus

    ReplyDelete
  2. Laptop/Desktop er jonno chaichen...........mane 32bit/64bit operating system apnar?

    ReplyDelete