Thursday 27 September, 2012

USB ডিস্ক সিকিউরিটি আপনার কম্পিউটার এর জন্য


আমরা অনেক সময় আমাদের কম্পিউটারে পেনড্রাইভ বা কার্ডরীডার বা অন্য কোন ধরনের USB জ্যাক ঢুকাই, অবশ্যই আমাদের কাজের জন্য। তবে ওই USB ডিস্কটা ভাইরাস Affected থাকলে তা আমাদের কম্পিউটারে চলে আসে এবং আমাদের কম্পিউটারের ক্ষতি সাধন করে। এর হাত থেকে মুক্তি পাবার ২ টি উপায় আছে।

১. USB ইউস করা বন্ধ করা। ( এটি অসম্ভভ এবং কষ্টসাধ্য )
২. USB ডিস্ক সিকিউরিটি দিয়ে, USB ডিস্কটাকে স্ক্যান করে নেওয়া। ( খুব সহজ উপায় )

এবার প্রশ্ন হল, এটি আপনি পাবেন কোথায়। উত্তর হল এখানে(ডাউনলোড করুন মাত্র ৪ এম.বি.)
ডাউনলোড করে ইন্সটল করে নিন। ইন্সটল করার পরে দেখবেন এটি ট্রায়াল ভার্সন। এটিকে ফুল ভার্সন করার জন্য আপনাকে নিম্নলিখিত কাজ গুলি করতে হবে।

১. প্রথমে প্রোগ্রাম টা পুরোপুরি বন্ধ করুন। করতে না পারলে CTRL+ALT+DEL কী গুলো একসাথে প্রেস করে Task Manager এর সাহায্য নিন।
২. বন্ধ হবার পরে এই ক্রাক টি ডাউনলোড করে নিন। ( ১ এম.বি. র ও কম)
৩. কম্পিউটার এর C:  ড্রাইভ এ যান। ওখানে গিয়ে Program Files নামক ফোল্ডারটি ওপেন করুন। ওখানে দেখবেন USB disk security নামে একটি ফোল্ডার আছে ওটা খুলুন। এবার যে ক্রাক ফাইল টি ডাউনলোড করলেন সেটি কপি করে ওখানে পেস্ট করুন। ওখানে আপনাকে বলবে যে একই নামের একটা ফোল্ডার আছে আপনি কি করতে চান? Replace করবেন, অন্য কিছু নয়।
৪. আপনার কাছে পারমিসান চাইতে পারে, চাইলে Allow বা Yes করবেন। এবার বেরিয়ে আসুন ওখান থেকে। 

এখন USB disc security প্রোগ্রামটা চালু করুন, দেখবেন Full Version দেখাচ্ছে। এরপর থেকে আপনার কম্পিউটারে আর কোনোদিন USB র মাধ্যমে Virus ঢুকবে না।


No comments:

Post a Comment